গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল করেছে পাঠানো হয়েছে।
Published : 29 Nov 2024, 03:06 PM
রাঙামাটির মানিকছড়ি এলাকায় একটি বাস উল্টে ২০ জন আহত হয়েছে। বাসটির যাত্রীরা রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
শুক্রবার সকালে শহরের প্রবেশমুখে মানিকছড়ি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ বাসটি হারিয়ে উল্টে যায় বলে জানান কোতোয়ালী থানার ওসি মো. শাহেদ উদ্দিন।
বাসে থাকা যাত্রীরা জানান, তারা সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। শুক্রবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে তারা ৪০ জন বাসে করে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওয়ানা দেন। পথে মানিকছড়ি এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল করেছে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।