পুলিশ কর্মকর্তা বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার পর অ্যাকাউন্টে টাকা ঢুকছে দেখে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়।”
Published : 25 Nov 2024, 09:00 PM
গাজীপুর মহানগরীতে বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
বিক্ষোভের কারণে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত নগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (এডিসি) সুবীর কুমার রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোয়া ৭টা থেকে শ্রমিকরা সড়ক ছেড়ে যায়। কারণ, ওই সময় থেকে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে।”
এর আগে এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা টানা সাত দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বৃহস্পতিবার তাদের আশ্বাস দেওয়া হয়, রোববারের মধ্যে বেতন দেওয়া হবে। কিন্তু বেতন না দেওয়ায় সোমবার থেকে আবার বিক্ষোভ করছেন বলে জানান শ্রমিকরা।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছেন। যারা বেতন পাননি তারা বিক্ষোভ করছেন বলে কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি।
চন্দ্রা-নবীনগর অবরোধের ফলে ওই পথে যানচলাচল ব্যাহত হয়। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় যাতায়াত করছেন।
উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।