৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিল থেকে দুজনকে তুলে নিয়ে সাবেক এমপি শিমুলের বাড়িতে আটকে রেখে পুড়িয়ে হত্যার অভিযোগ করা হয়েছে।
Published : 17 Sep 2024, 10:42 PM
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে তুলে নিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলার আবেদন করা হয়েছে।
নিহত মিকদাদ হোসাইনের বাবা দেলোয়ার হোসেন খান এবং আরেক নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই এস এম সেলিম মাসুম মঙ্গলবার সদর থানায় মামলার আবেদন করেন বলে জানান নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
এজাহারে বলা হয়েছে, ৫ অগাস্ট শেখ হাসিনার নির্দেশে আসামিরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিল থেকে হত্যার উদ্দেশে মিকদাদ ও মোহনসহ কয়েকজন আন্দোলনকারীকে অপহরণ করে নিয়ে যায়। পরে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ‘জান্নাতি প্যালেসে’ নিয়ে তাদেরকে আটকে রাখা হয়।
বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা ‘জান্নাতি প্যালেসে’ সামনে বিক্ষোভ শুরু করলে বাড়িতে আগুন দিয়ে অন্য আসামিদের নিয়ে পালিয়ে যান শিমুল। তবে মিকদাদ ও মোহন বাড়ি থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান।
পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এজাহার দুটি গ্রহণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।