নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
Published : 08 Mar 2025, 09:53 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুপুরে চুরি যাওয়া শিশু রাতে উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারের সামনে শিশু চুরির এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান।
দুই মাস সাত দিন বয়সী আব্দুর রহমানের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
দুপুরে খোয়া যাওয়া শিশুটিকে রাত ১০টার দিকে উদ্ধারের তথ্য দেন র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
তিনি বলেন, বেগমগঞ্জের মিরওয়ারেশপুর ইউনিয়নের ব্যাচার দোকানের পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে শিশুটিকে নিয়ে তার মা ও নানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেখাতে যান। এক পর্যায়ে শিশুটির নানী তাজনাহার বেগম চক্ষু বিভাগে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন আর শিশুটিকে কোলে নিয়ে তার মা জান্নাতুল ফেরদৌস টিকেট কাটার জন্য লাইনে দাঁড়ান।
এ সময় বোরকা পরিহিত মধ্য বয়সী অপরিচিত এক নারী (তার সঙ্গে ৬-৭ বছরের একটি কন্যাশিশু ছিল) শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিজের কোলে নিয়ে তাকে টিকেট কাটতে বলেন।
জান্নাতুল সরল বিশ্বাসে অপরিচিত ওই নারীর কাছে নিজের সন্তানকে দিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। টিকেট কাটা শেষে ওই নারীকে না দেখে দিশেহারা হয়ে আশপাশে শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেন।
এ ব্যাপারে জানতে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাসকে মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “এরই মধ্যে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।”