মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও তিন শতাধিক অজ্ঞাতনামা আসামি আছেন।
Published : 15 Aug 2024, 06:37 PM
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাস ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের আট শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃস্পতিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান।
মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও তিন শতাধিক অজ্ঞাতনামা আসামি আছেন।
পরিদর্শক ফখরুল ইসলাম বলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গত ৪ অগাস্ট খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আশপাশের কয়েকটি বাসা ও অফিসেও ভাঙচুর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।