শিশুটি গ্রামের সড়কের পাশে খেলছিল।
Published : 14 Feb 2025, 08:10 PM
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাটিবাহী লরি চাপায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান।
সাত বছর বয়সি নিহত লাবিব মিয়া ওই গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে মাটিবাহী লরি নিয়ে বালিজুড়ি গ্রামের দিকে যাচ্ছিলেন চালক আনিস মিয়া (২৫)।
তখন গ্রামের পাশে সড়কে খেলছিল শিশু লাবিব।
লরিটি সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাবিবকে চাপা দেয়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের বাসিন্দা ওই লরি চালককে আটক করেছেন এলাকাবাসী।
ওসি এনামুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”