ডাকাতরা অস্ত্রের মুখে তিন লক্ষাধিক টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
Published : 24 Apr 2025, 03:03 PM
নাটোরের লালপুর উপজেলায় এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দিলে আইনজীবীসহ তার পরিবারের আরও দুই সদস্যকে কুপিয়ে জখম করা হয়।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তিন লক্ষাধিক টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার চকবাদেকুল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান।
আহত সাধন কুমার দাস (৪২) ওই এলাকার প্রয়াত ননী গোপাল দাসের ছেলে এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আহতরা হলেন- সাধন কুমারের ভাতিজা রিপন কুমার দাস (৩২) এবং ভাতিজার স্ত্রী সুমি রানী (২৫)। তারা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মধ্যরাতে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমারের বাড়িতে ঢুকে তাকে বেঁধে ফেলে। তিনি টাকা ও স্বর্ণালংকার দিতে রাজি না হলে, ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। ভাতিজা রিপন ও তার স্ত্রী সুমি বাধা দিলে তাদেরও কোপানো হয়।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তিন লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
পরে চিৎকারে শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে সাধন কুমারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাধন কুমারের ভাতিজা রিপন কুমার সাংবাদিকদের বলেন, “রাতে অসাবধানতাবশত কাকা ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। ডাকাতরা বাড়ির পেছনের গেইট ভেঙে ভেতরে ঢুকে প্রথমে কাকার ঘরে ঢুকে তাকে বেঁধে ফেলে।
“পরে তাকে কুপিয়ে সব টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা মাত্র পাঁচ মিনিটে এ ঘটনা ঘটিয়েছে।”
পুলিশ পরিদর্শক মোমিনুজ্জামান বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।