বৃদ্ধ হামিদ অচেতন হয়ে পড়লে তাকে বামনশুর সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তিনজন।
Published : 16 Feb 2024, 02:03 PM
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।
গ্রেপ্তাররা হলেন, অটোরিকশা ছিনতাইয়ে জড়িত সুমন (৩৫), সাইদুল (২৭) ও আক্কাস (৫৭) এবং অটোরিকশাটি কেনা রানা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সাংবাদিকদের জানান, নিহতের নাম আব্দুল হামিদ (৬৫)। একমাত্র মেয়েকে নিয়েই তার অভাবের সংসার। জীবন ধারণের জন্য ৬৫ বছর বয়সেও ভাড়ায় অটোরিকশা চালাতেন।
গত ২৭ জানুয়ারিও অটোরিকশাটি নিয়ে বেরিয়েছিলেন তিনি। পরে সন্ধ্যায় বামনশুর সড়ক থেকে অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে।
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও জ্ঞান না ফেরায় পরে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। দুই দিন পর সেখানে মারা যান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় সুমন, সাইদুল ও আক্কাস রোহিতপুর থেকে আব্দুল হামিদের অটোরিকশায় কোনাখোলা আসার জন্য ভাড়া করে। পথে কৌশলে তারা তাকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস খাওয়ায়।
এতে বৃদ্ধ হামিদ অচেতন হয়ে পড়লে তাকে বামনশুর সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তিনজন।
মামলার পর ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয় ও পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশাটি কেনার অপরাধে রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান।