তিনি বলেন, “ভারত এতোদিন একটি দলের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে।”
Published : 11 Sep 2024, 12:58 AM
আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী মানসিকতার মানুষগুলো এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, “অনেকে ১৬ বছর বললেও আমি বলব, ৫৩ বছর ধরে এই দেশে জঞ্জাল জমা হয়েছিল।”
মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উদ্যমকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব বলেন, “৫৩ বছরের জঞ্জাল কীভাবে ১ মাসে পরিবর্তন করব তা আমাদের জানা নেই। তবে, একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হল, এমন বন্যা পরিস্থিতিতে কেউ এবার ত্রাণের টাকা মেরে খায়নি। আবার সরকারি অফিস-আদালতগুলোতে ঘুষ আদান-প্রদান বন্ধ হয়েছে।”
আগামীর কাঠামোগত সংস্কার কীভাবে হবে তা দেশের জনগণই ঠিক করবে উল্লেখ করে তিনি বলেন, “সংস্কার কীভাবে হবে সেটি আমরা ২১ জন, যারা সরকারে বসেছি তারা ঠিক করব না। সেটি নির্ধারণ করবেন আপনারা। সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ।
“তাই আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি। আগামীর বাংলাদেশ কেমন করতে চান তা শোনার জন্যই আমরা এসেছি। শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, অন্যান্য সংগঠন যারা আছে, সাধারণ মানুষ যারা আছেন, সবার কথাই আমরা শুনব।”
ভারতের সঙ্গে এ দেশের মানুষ ‘চোখে চোখ রেখে’ কথা বলবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে এ দেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে। কথা হবে মাথা উঁচু করে। বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে।
“ভারত এতোদিন একটি দলের সাথে কথা বলেছে। কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সাথে।”
অনেকে সুযোগ নিয়ে চাঁদাবাজি করছে দাবি করে তিনি বলেন, “তাদের স্পষ্ট করে বলতে চাই, আপনাদের পরিণতিও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মত হবে। বাংলাদেশের তরুণদের এই শক্তি সমুন্নত থাকবে। তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমুন্নত থাকলে আর কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে পারবে না।”
বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না। যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলো নিশ্চিত হয়ে শান্তিতে-সুখে বসবাস করতে চায়।”
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ও কুমিল্লার সমন্বয়কদের মধ্যে বক্তব্য দেন- আবদুর কাদের, রুবেল হোসাইন, মাহি খান, নিয়ন মনির, মাহি তাজওয়ার ওহি, জিয়াউদ্দিন আয়ান, কাজী মহিবুর রহমান, ইয়াসিন আরাফাত হিমু।