আদালত সাজা দেওয়ার ১৫ দিনের মধ্যে এ পলাতক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 14 Sep 2024, 08:42 PM
সিরাজগঞ্জ শহরের দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় আমৃত্যু কারা ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সাজা দেওয়ার ১৫ দিনের ব্যবধানে শুক্রবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়।
সাজাপ্রাপ্ত ইসমাইল সেখ ওরফে রাসেল সেখ (২৬) শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির বাসিন্দা।
শনিবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এমএস রোডস্থ আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যান। সেখান থেকে তিনি নিখোঁজ হন। পরের দিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া নিখোঁজ শামিম সেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
২৮ অগাস্ট ইসমাইল সেখসহ চার আসামির অনুপস্থিতিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত।
এ অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে পলাতক ইসমাইল সেখকে গ্রেপ্তার করে র্যাব।
শনিবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।