ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর।
Published : 26 Sep 2024, 11:43 AM
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঘিওর থানার এসআই মো. শাহাবুদ্দিন খান জানান।
ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।