Published : 28 Apr 2025, 04:59 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নালিতাবাড়ী থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান।
মৃত জাহাঙ্গীর আলম (২৬) ওই শিমুলতলা গ্রামের সামেদুল ইসলামের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের পরিবারের বরাতে এসআই বলেন, “পেশায় রঙ মিস্ত্রী জাহাঙ্গীর তিন দিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পূর্ব পাশে ভোগাই নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
“কি কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এসআই এসআই কানাই লাল চক্রবর্তী জানান।