সংঘর্ষের সময় প্রদর্শিত অস্ত্রটি পুলিশ এখনো জব্দ করতে পারেনি।
Published : 05 Nov 2023, 04:42 PM
মাগুরায় ছাত্রলীগ ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী সেই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকালে তাকে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়। তখন তার পক্ষে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান সদর থানার ওসি সেকেন্দার আলী।
গ্রেপ্তার শাহিন (২৫) মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা।
গত শনিবার রাতে সদর উপজেলার আলোকদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তবে সংঘর্ষের সময় প্রদর্শিত অস্ত্রটি পুলিশ এখনো জব্দ করতে পারেনি।
গত বুধবার মাগুরা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা উপলক্ষে বের করা মিছিলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।
এতে আগ্নেয়াস্ত্র হাতে থাকা শাহিন নামের ওই যুবকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শাহিনকে ছাত্রলীগ নেতা দাবি করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, “গত বুধবার শহরে স্বেচ্ছাসেবক দলের মিছিলের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা শাহিন একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।”
গোলাম জাহিদের অভিযোগ, “জেলা ছাত্রলীগের সহসভাপতি বারিউল রহমান রিয়াদ বাদী হয়ে উল্টো বিএনপির ও অঙ্গ সংগঠনের ১০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। শুধু তাই নয়, সেই মামলায় শাহিনকে ৯০ নম্বর আসামি করে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।”
মামলায় শাহিনকে আসামি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে জাহিদ বলেন, “আমরা চাই, পুলিশি তদন্তে শাহিনের প্রকৃত পরিচয় ওঠে আসুক।”
শাহিনের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, “আমি সভাপতি হওয়ার পর গত ১ বছরে তাকে কোনো মিছিল সমাবেশে দেখিনি। শুনেছি, সে এক সময় আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। কিন্তু একাধিক অভিযোগে ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত হয়। তার পর থেকে তাকে আমাদের দলীয় আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি।”
ঘটনার দিন শাহিন উদ্দেশ্য প্রণোদিতভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে অংশ নেন দাবি করে নাহিদ খান বলেন, “এটি বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র।”
এদিকে, সদর থানার ওসি সেকেন্দার আলী বলেন, “অস্ত্রটি জব্দের চেষ্টা চলছে। এ ছাড়া এ বিষয়ে প্রকৃত তথ্য জানতে শাহিনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]