ভৈরবে তিনি শাহজাহান মিয়ার সাততলা ভবনে বসবাস করতেন।
Published : 26 Nov 2024, 08:27 PM
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের রানীর বাজার এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলা থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয় বলে ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানান।
নিহতরা হল- নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি ইউনিয়নের আনারাবাদ গ্রামের জনি চন্দ্র বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৫), ছেলে কথা বিশ্বাস (৮) ও ধ্রুব বিশ্বাস (৪)।
পুলিশ জানিয়েছে, ১০-১২ বছর ধরে জনি চন্দ্র বিশ্বাস পরিবার নিয়ে ভৈরবে বসবাস করতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। ভৈরবে তিনি শাহজাহান মিয়ার সাততলা ভবনে বসবাস করতেন।
ওসি শাহিন মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এবং সন্তানদের শ্বাসরোধ করে হত্যার পর জনি চন্দ্র বিশ্বাস সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন।”
প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।