ফতুল্লার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 04 Nov 2024, 09:17 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী পোশাক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে ফতুল্লার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।
নিহত নিলুফা বেগম গাবতলী এলাকায় ভাড়াবাসায় একাই থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গ্রেপ্তার মো. শান্ত (২৫) কুমিল্লার হোমনা উপজেলার শামীম মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিলুফা রান্নাঘরে ছিলেন। এ সময় শান্ত একটি লাঠি হাতে একতলা বাড়িটির জানালার কাঁচ ভাঙতে শুরু করেন। নিলুফা তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শান্ত তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
প্রতিবেশীরা গুরুতর আহত ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শরীফুল বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। নিহত নারীর সঙ্গে ওই যুবকের কোনো পরিচয় নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, শান্ত নামে ওই তরুণ ঢাকার আরামবাগে দেওয়ানবাগ শরীফে কাজ করতেন।
“পুলিশ দেওয়ানবাগ শরীফে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, শান্ত মানসিক ভারসাম্যহীন। সে কী কারণে ফতুল্লা এলাকায় গিয়েছিল তাও তারা জানেন না।”
নিহত নিলুফা বেগমের ছেলে মো. নাসির বলেন, তার মা ওই এলাকায় একাই থাকতেন। তারা ওই তরুণকে চেনেন না। তাকে এলাকার মানুষ এদিকে কখনো দেখেননি।
নারীকে পেটানোর পরে স্থানীয়রা শান্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।