ফরিদপুরে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল নসিমনে ভরে নিয়ে যাওয়ার পথে আটক করেন স্থানীয়রা।
Published : 12 Nov 2024, 09:16 PM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রাতের আঁধারে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার রাতে স্থানীয় জনতা উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোড বাজার এলাকায় থেকে চালসহ একটি গাড়ি আটক করে বলে জানান নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
মঙ্গলবার দুপুরে মাসুম বিল্লাহ বলেন, তালমা বাজার থেকে একটি নসিমনে করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যাচ্ছিল একটি চক্র। পথে সন্দেহ হলে চালের গাড়িটি আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩২ বস্তা চাল জব্দ করা হয়।
তিনি বলেন, “উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই চাল পাচার করা চরম অপরাধ। ইতিমধ্যে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “জব্দ করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”