“তালেব বাইরে বের হলে রুবেল লোহার রডের ছুঁচালো অংশ তার বুকের ভেতর ঢুকিয়ে দেয়।”
Published : 03 Apr 2025, 02:09 PM
ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি সহিদুল ইসলাম হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (৩০) ওই গ্রামের আজিবর রহমানের ছেলে।
ওসি বলেন, “আবু তালেবের সঙ্গে একই এলাকার রুবেল হোসেনের বিরোধ ছিল। ভোরে তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে রুবেল। এ সময় তালেব বাইরে বের হলে রুবেল লোহার রডের ছুঁচালো অংশ তার বুকের ভেতর ঢুকিয়ে দেয়।
“এ সময় ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে রুবেল। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তালেবকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনার পর রুবেলকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।