তিনি ঢাকার পল্টন থানায় হত্যা মামলা ছাড়াও খুলনায় একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
Published : 07 Oct 2024, 11:16 PM
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে তাকে মহেশপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়।
আদালতে জামিনের জন্য আবেদন করা হলেও তা নাকচ করে বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ।
খবর পেয়ে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাকেসহ চারজনকে আটক করে।
পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা ৫ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায়ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকালে তাকে আদালতে তুলে পুলিশ।