Published : 16 Mar 2025, 06:20 PM
ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার এসআই মো. মিলন মিয়া জানান।
প্রাণ হারানো শিশুরা হল- ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)।
শিশু দুটির পরিবারের বরাতে এসআই মিলন বলেন, দুপুরে শিমু আক্তার তার ছোট ভাইকে নিয়ে পুকুরে গোসল করছিল। সবার অগোচরে তারা বেশি পানিতে ডুবে যায়। শিশুদের মা অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে সন্তানদের লাশ ভাসতে দেখেন।
এসআই মিলন মিয়া আরও বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”