চালক তাৎক্ষণিক জ্ঞান হারালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
Published : 15 Jan 2025, 09:08 PM
লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিন-হার্ভেস্টারের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার চর ফলকন ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের মাইর্ধের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।
সাত বছর বয়সি নিহত মো. রাফসান ওই এলাকার হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
শিশুটির চাচা মো. আলা উদ্দিন বলেন, মাদ্রাসা থেকে সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে চর পাগলা গ্রামের ইমনের ধান কাটার মেশিনের ধাক্কায় রাফসান গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালক ইমন তাৎক্ষণিক সজ্ঞা হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। হার্ভেস্টার চালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”