তাদের এই পদক্ষেপে চিকিৎসা সেবার ব্যাঘাত ঘটছে।
Published : 20 Oct 2023, 07:20 PM
পুলিশ সদস্যর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা তিন দিনের কর্মবিরতিতে গেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে তাদের এই পদক্ষেপে চিকিৎসা সেবার ব্যাঘাত ঘটছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষে আট চিকিৎসক ও দুই পুলিশ সদস্য আহত হন। পরে এই পদক্ষেপ নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
হাসপাতালের পরিচালক মো. গোলাম ফেরদৌস জানান, রাতে কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত এএসআই মাহমুদুল হাসান তার স্ত্রীকে ভর্তি করে চিকিৎসককে ডাকেন। অন্য রোগী দেখছিলেন জানিয়ে চিকিৎসক ‘পরে আসবেন’ জানালে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
তখন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে এসে মাহমুদুলকে ক্যাম্পে নিয়ে যান। সঙ্গে যান কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসকও। সেখানেও দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এতে আহতদের মধ্যে চিকিৎসক শামীম রেজা ও সাদিকুর রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে ভর্তি হন।
রাতেই জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য আরিফকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি।
রাতের এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদ এক বিজ্ঞপ্তিতে কর্ম বিরতি ঘোষণা করে।
শিক্ষানবীশ চিকিৎসকদের ওপর পুলিশের হামলার অভিযোগ এনে বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানে ব্যর্থ হলে পরে কঠোর পদক্ষেপ নেবেন তারা।
হাসপাতালের পরিচালক রাতের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, “এতে সাময়িক সমস্যা হলেও হাসপাতালের পোস্টেড চিকিৎসক দিয়ে তা কাটিয়ে তোলার চেষ্টা করছি।”
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]