যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক।
Published : 12 Mar 2025, 02:22 PM
নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের মামলায় তার শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল কাদের মিয়া জানান।
দণ্ডিত মো. আব্দুর রহিম ওরফে কালু (২৭) বড়াইগ্রামের কাঠালবাড়িয়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালতের বিচারক।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের বলেন, ২০২১ সালের ১৮ মে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রের বাসায় যান। পরে তাকে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ওই ছাত্রকে ধর্ষণ করেন শিক্ষক।
শিশুটি অসুস্থ্ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির বাবা বাদি হয়ে বড়াইগাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিমকে ওই বছরের ২১ মে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে বড়াইগ্রাম থানার এসআই মো. আব্দুল জাব্বার আলী ২০১৮ সালের ৩০ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
রায়ে জরিমানার অর্থ ভু্ক্তভোগী শিশুটি পাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।