আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কের ১০টি স্থানে যানবাহন চলাচলে বাধা দেয়।
Published : 11 Jul 2024, 07:37 PM
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে তারা এ অবরোধ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন।
এর আগে দুপুর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে পকেট গেট খোলা রেখে অবস্থান নেয় পুলিশ। পুলিশি বাধার আশঙ্কায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে জড়ো হয়।
বিকাল ৪টার দিকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের বিরুদ্ধেসহ কোটা সংস্কার নিয়ে বিভিন্ন শ্লোগান তুলে ক্যাম্পাস থেকে বের হয়ে সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কের ১০টি স্থানে যানবাহন চলাচলে বাধা দেয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, পচনশীল দ্রব্য এবং গরুবহনকারী যানবাহন ছেড়ে দেয়।
বন্দর থানার ওসি মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের অবরোধে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-বরগুনা ও ভোলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত থাকে।”
আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুজয় বিশ্বাস শুভ বলেন, “আমরা কোটা বাতিল চাই না। কোটা সংস্কার চাই। সংসদে আইন প্রণেতারা সংবিধান অনুযায়ী কোটা পরিচালনা করবে। কোটা সংস্কার হলেই শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শ্রেণিকক্ষে ফিরবে।”
“যৌক্তিক দাবি আদায়ে শত বাধা উপেক্ষা করে আমরা আন্দোলন অব্যাহত রাখব। সরকার যতদিন পর্যন্ত দাবি না মানবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে”, বলেন সুজয় বিশ্বাস।
সন্ধ্যার দিকে আন্দোলনে থাকা বিএম কলেজের শিক্ষার্থী হোজাইফা আক্তার জানান, আজকের মতো তাদের কর্মসূচি শেষ হয়েছে।
এরপর তারা নগরীতে একটি মশাল মিছিল করবেন বলে জানান তিনি।
এর আগে বুধবারও বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পৃথক তিন স্থানে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নগরীর চৌমাথা এলাকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা এবং বেলা সাড়ে ১২টা থেকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন
কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বরিশালের শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা: একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্রলীগ, মাঝে আন্দোলনকারীরা
কোটা আন্দোলন: আদালতের নির্দেশনা মানতে বলল ইউজিসি
কোটা: কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি
কোটা: শাহবাগে আন্দোলনকারীরা, পাল্টা কর্মসূচি ছাত্রলীগের
কোটার সংস্কার দরকার, সেটা আদালতে সম্ভব: জনপ্রশাসন মন্ত্রী
কোটা নিয়ে আন্দোলন: জনদুর্ভোগ হলে 'ব্যবস্থা', হুঁশিয়ার করল পুলিশ