মহাসড়ক অবরোধের শুরু থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
Published : 10 Jul 2024, 04:34 PM
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পৃথক তিন স্থানে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নগরীর চৌমাথা এলাকায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা এবং বেলা সাড়ে ১২টা থেকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা অবস্থান নেন।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ে সামনে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, বরিশাল-ভোলা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
এর আগে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এসে শেষ হয়। মহাসড়ক অবরোধের শুরু থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুজয় বিশ্বাস শুভ বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাই কোর্টের রায়ের প্রতিবাদে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন করছেন তারা।
সন্ধ্যা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালন করা হবে জানিয়ে দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, “নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা।
“তারা সকল যানাবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। তবে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।”
নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নেয়া এয়ারপোর্ট থানার এসআই মো. ইদ্রিস বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নিয়েছে সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।তারা সড়ক দিয়ে কোনো রিকশাও চলাচল করতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।