ফাস্টফুড থেকে বিরত রাখতে ও পিঠাপুলির সঙ্গে শিশু শিক্ষার্থীদের পরিচিত করাতে এই মেলা, বলেন আয়োজক।
Published : 10 Feb 2025, 08:19 PM
রাজবাড়ীর কালেক্টরেট স্কুলে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন হয়েছে।
সোমবার সকালে শহরের শ্রীপুর এলাকায় ওই স্কুলে উৎসবের উদ্বোধন করেন ডিসি মিজ সুলতানা আক্তার।
সেসময় পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
আয়োজন বেশ ভালো লেগেছে জানিয়ে ডিসি মিজ সুলতানা বলেন, “জেলার প্রতিটা স্কুল এ ধরনের আয়োজন ফলো করতে পারে। এখানে অনেক পিঠা রয়েছে, কমলমতি শিক্ষার্থীরা এসব পিঠাপুলির সঙ্গে পরিচিতি হচ্ছে। আয়োজন উপলক্ষে স্কুলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।”
রাজবাড়ী কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, “ফাস্টফুড থেকে বিরত রাখতে ও বাহারি পিঠাপুলির সঙ্গে শিশু শিক্ষার্থীদের পরিচিত করাতে এই আয়োজন করা হয়েছে। নকশি, চিতই, রস, ভাপা, পাটিসাপটা, দুধ পুলিসহ অর্ধশতাধিক পিঠা ছিল স্টলে।”
পিঠা উৎসকের ধারা প্রতিবছর অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।