“মোহনপুর হাটে ধান বিক্রি শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরে সুজন।”
Published : 09 Oct 2024, 07:42 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজ বাড়ির উঠানে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান জানান।
নিহত ১৭ বছর বয়সী সুজন মাহমুদ ওই গ্রামের মোহাম্মদ নবী নুরের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি রাকিবুল বলেন, “মোহনপুর হাটে ধান বিক্রি শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরে সুজন। উঠানে পৌঁছানো মাত্রই বজ্রপাতে গুরুতর আহত হয় সে।
“পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”