পুলিশ বলছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Published : 07 Feb 2025, 07:26 PM
নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু তার চাচার লাঠির আঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।
নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫)।
চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম।
“এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে কাসেমের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি মনসুর বলেন, এ ঘটনায় জামুর চাচাত ভাই কাসেমের ছেলে আব্দুল মতিনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।