এ ঘটনায় ওই চালককে আটক করেছে পুলিশ।
Published : 02 Apr 2025, 08:47 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান চালকের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন।
এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পত্তন ইউপির আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার এসআই মো. মাহবুব জানান।
নিহত মো. তৌফিক (২৬) ওই গ্রামের আরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানের কর্মচারী ছিলেন।
আটক পিকআপ ভ্যান চালকের নাম আল আমিন শিপন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জুয়েল খান বলেন, “আখাউড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে আদমপুর মোড়ে পার হচ্ছিল। তখন স্থানীয় পথচারী শাহীন মিয়া পিকআপে থাকা চালককে উদ্দেশ করে বকা দেন। শুনে পিকআপ ভ্যানসহ পিছিয়ে এসে শাহীন মিয়াকে বকা দেওয়ার কারণ জানতে চান চালক। তখন শাহীন মিয়া চালককে বলেন, তিনি কেন বেপরোয়া গাড়ি চালাচ্ছেন? এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীন মিয়ার সঙ্গে থাকা তৌফিক ভ্যানচালককে একটি থাপ্পর দেন।
এতে ক্ষিপ্ত হয়ে চালক গাড়িতে থাকা ছুরি এনে তৌফিকের ঘাড়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তৌফিক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার এসআই মো. মাহবুব বলেন, পিকআপ চালক আল আমিন শিপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।