একই মন্তব্যের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
Published : 13 Aug 2024, 03:03 AM
আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
একই কারণে শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে ‘আওয়ামী প্রোপাগাণ্ডা এবং ষড়যন্ত্র’র প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, “আপনি (এম সাখাওয়াত হোসেন) এই খুনী-স্বৈরাচারী আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন সে জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। না হলে ছাত্র-জনতা যে জায়গায় আপনাকে বসিয়েছে, সেই জায়গা থেকে নামাতে দুইবার ভাববে না। কোনো অবস্থাতেই ছাত্র-জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিবেন না। এই বাংলার বুকে আওয়ামী স্বৈরাচারের আর কোনদিন জায়গা হতে পারে না।”
“গত ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। কিন্তু এই বিজয় অর্জনের পরও পরাজিত শক্তি বসে নেই। এই পরাজিত শক্তি দিল্লি থেকে কলকাঠি নাড়তে ব্যস্ত। দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে আর এই বাংলাদেশকে অস্থিতিশীল করা চলবে না। বাংলাদেশের আপামর ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে। তারা বিজয় রক্ষা করতেও পারবে।" আরও বলেন এ সমন্বয়ক।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাজলা সংলগ্ন গেটের সামনে এই কর্মসূচি শুরু করে। পরে তালাইমারি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে পুনরায় কাজলা গেটে এসে কর্মসূচি শেষ করে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘গণ্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দেন।
এদিকে সমাবেশে রাজশাহীর চারটি মোড়ের নতুন নাম ঘোষণা করেন আন্দোলনকারীরা।
সে অনুযায়ী, নগরীর আলুপট্টি মোড়কে শহীদ রায়হান চত্বর, সাগরপাড়া মোড়কে শহীদ শাকিল চত্বর, তালাইমাড়ি মোড় ও মুজিব চত্বরকে বিজয় ২৪ চত্বর এবং ভদ্রা মোড়কে শহীদ সাকিব আনজুম চত্বর নামে নামকরণ করা হয়।
আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “গত ৫ তারিখে আকাঙ্খিত বিজয় অর্জনের দিনে স্বৈরাচার হাসিনার দালাল খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহীতে আমাদের তিনজন ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই তিনজন ভাইকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে চাই। সেজন্য তিনজন শহীদ ভাইয়ের নামে তিনটি চত্বরের নাম ঘোষণা করে দিচ্ছি।"
কর্মসূচিতে শতাধিক সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আইন বিভাগের অধ্যাপক সাহাল উদ্দিন, অধ্যাপক আব্দুর রহিম মিয়া ও অধ্যাপক মোর্শেদুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ ছিলেন।
এদিকে, আওয়ামী লীগের পুনগঠন নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল।
সোমবার রাতে জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষীণ শেষে তালতলায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পায়তারার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন।