গাজীপুরের ৬৬ শতাংশ কারখানা ছুটি হয়েছে, বাকি কারখানাগুলো শনিবারের মধ্যে ছুটি হয়ে যাবে, বলছে শিল্প পুলিশ।
Published : 29 Mar 2025, 12:19 AM
সাপ্তাহিক ছুটির দিন ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেলেও যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেল সন্ধ্যার পর।
গাজীপুরের অর্ধেকের বেশি কারখানা ছুটি হয়ে যায় শুক্রবার বিকালের মধ্যে। ফলে সন্ধ্যার দিকে যাত্রী আর যানবাহনের চাপে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘিরে থেমে থেমে যানজট দেখা যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার আশোক কুমার পাল বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সারা দিন কোথাও কোনো যানজট ছিল না। সন্ধ্যার পর শিল্পকারখানা ছুটি হওয়ায় মানুষের ভিড় বাড়তে থাকে।
“মানুষ বিভিন্ন পয়েন্টে উঠানাম করায় কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। চাপ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”
নাওজোর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, “চন্দ্রা এলাকায় সারা দিন যানবাহনের চাপ থাকলেও যানজট হয়নি। তবে সন্ধ্যার পর মানুষ আর অতিরিক্ত যানবাহনের চাপের কারণে তিন দিকেই কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের সারি হয়েছে।”
মহাসড়কের নিরাপত্তায় জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের ৪ হাজার সদস্যের কাজ করার তথ্য দেন তিনি।
গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানার মধ্যে পোশাক কারখানা ১ হাজার ১৫৪টি। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর এসপি একে এম জহিরুল ইসলাম বলেন, “শুক্রবার বিকাল পর্যন্ত ৬৬ শতাংশ কারখানা ছুটি হয়েছে। বাকি কারখানাগুলো শনিবারের মধ্যে ছুটি হয়ে যাবে। এ ছাড়া কারখানাগুলো মার্চ মাসের বেতন ৮০ ভাগ ও ৯৫ ভাগ বোনাস পরিশোধ করেছে।”