“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
Published : 14 Jan 2025, 03:44 PM
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি টিনশেড বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী থানার সেলিম নগর (হরিণাচালা) এলাকায় শাহাদৎ হোসেনের টিনশেড বাসার দ্বিতীয় তলায় লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান।
তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল বলেন, “স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্ট করে ব্যর্থ হলে আগুন পাশের একটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা এ ফায়ার সাভিস কর্মকর্তার।