নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 12:55 PM
Updated : 16 August 2022, 12:55 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন আহমেদ মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় ধর্মগঞ্জ এলাকার বাসা থেকে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ঘটনায় তার মা বাদী হয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ওই দিন কিশোরীর বাবা-মা তাদের চালের দোকানে ছিলেন। কিশোরী বাসায় একা ছিল। তাকে একা পেয়ে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করে আসামিরা।

তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার এসআই ইকবাল হোসেন ২০১৬ সালে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আইনজীবী রকিবউদ্দিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদীসহ ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দিয়েছে।

“তবে আমরা সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলাম। বাদীপক্ষের সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করা হবে।”