সংঘর্ষের দুটি ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 03 Apr 2025, 12:19 AM
ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার চর চাঁদপুর গ্রামে ও বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের মোড়াগ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী থানা এসআই শেখ আহাদুজ্জামান বলেন, সদর উপজেলার চর চাঁদপুর গ্রামে ঈদ ঘিরে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে স্থানীয় নজরুল বেপারীর ছেলে বাদশার সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুলের বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। পরে বিষয়টি মিটমাট করে দেন স্থানীয়রা।
বিকালে ওই ঘটনার জেরে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়ালে ১৫ জন আহত হন। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে বিকাল ৫টার দিকে বোয়ালমারীর মোড়াগ্রামে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মোড়াগ্রামে ঠান্ডু মোল্লা ও মিজান মোল্লার পেঁয়াজ তোলা ঘিরে দুই পক্ষের সংঘর্ষে ১০/১২ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে ঠান্ডুর পক্ষের রফিকুল মোল্লা (২৭) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানান ওসি।