আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভায় ভোটগ্রহণ হবে।
Published : 12 Jun 2024, 08:23 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন জানিয়ে জগ প্রতীকের প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।
অভিযোগে তিনি এ হামলার জন্য প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী মোবাইল ফোন প্রতীকের দেওয়ান আবুল বাশারকে দায়ী করেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন দেওয়ান আবুল বাশার।
রফিকুল ইসলামের অভিযোগ, “মঙ্গলবার রাতে প্রচার শেষে বাড়ি ফিরছিলেন তার সমর্থক মো. নাইম, রতন মিয়া ও আনোয়ার হোসেন। রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চনের কেরাবো এলাকায় আবুল বাশারের অন্তত ১০ জন সমর্থক লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন।
“হামলায় নাইম মিয়া গুরুতর আহত হন। চলে যাওয়ার সময় হামলাকারীরা রফিকুল ইসলামকে গালাগাল ও তার সমর্থকদের হত্যার পর গুম করে ফেলার হুমকি দেয়।”
এর আগে মঙ্গলবার বিকালে রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া এক অভিযোগ রফিকুল ইসলাম দাবি করেন, তার সমর্থকদের প্রচারে বাধা দিয়ে ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান আবুল বাশার। তার দাবি, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশে রফিকুলের লোকজন এসব করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, “জগ প্রতীকের কয়েকজন সমর্থককে মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি পুলিশকে তদন্তের জন্য বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
আগামী ২৬ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে প্রতীক বরাদ্দের সময় হাতাহাতি, ভাঙচুর