রফিকুল ডাকাত বলে চিৎকার করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
Published : 03 Nov 2024, 04:28 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতি দেখে ফেলায় দেখে ফেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান।
নিহত ৩৮ বছর বয়সী মো. রফিকুল ইসলাম একই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রফিকুল শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, রফিকুলের চাচা আবিদপুর এলাকার বাসিন্দা মফিজ মিয়ার বাড়িতে রাতের আঁধারে এক দল ডাকাত ডাকাতি করেতে যায়। তখন রফিকুল ডাকাত বলে চিৎকার করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রফিককে পাওয়া পাননি। পরে রোববার সকালে বাড়ির পাশে বেগুন ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
ওসি আজিজুল বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।“