পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 13 Feb 2025, 09:09 PM
ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট' এর অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।
তিনি বলেন, এ নিয়ে গত চারদিনে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকার জাহিদুল ইসলাম ইমন, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মো. ইব্রাহিম (৩৬), ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামের সাহাব উদ্দিন (৫৮), ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর গ্রামের মো. জামাল উদ্দিন (৫০), ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের আতিক উল্যাহ ভূইয়া (২০), বসন্তপুর গ্রামের মাহমুদুল হক মিলন (২৫), ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের নজরুল ইসলাম মজুমদার ওরফে শামীম (৪৫) ও ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়ার নায়েদ ইসলাম অপু (১৯)। তারা সকলে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
পরিদর্শক ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার আটজনকে গত বছরের ৫ অগাস্টে পরবর্তী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।