সোমবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Published : 09 Dec 2024, 01:31 PM
বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া আব্দুল মতিন মিঠু (৬৫) বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতির দায়িত্বেও ছিলেন।
জেলার সৈয়দ শাহ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি হত্যা মামলায় আব্দুল মতিন মিঠুকে গ্রেপ্তারের পর ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আনা হয়। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন৷
“এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়৷ সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।”
কারাবন্দি বগুড়ার আওয়ামী লীগ নেতা ঝুনুর মৃত্যু
বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সৈয়দ শাহ।
এর আগে কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান।
এর মধ্যে আব্দুল লতিফ ১৫ অগাস্ট গ্রেপ্তার হন। ২৩ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর তার মৃত্যু হয়।
তাদের মৃত্যুর কথা নিশ্চিত করে জেলার সৈয়দ শাহ বলেন, “তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। মেন্টাল শক থেকে তারা হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার মারা যান।”