ওসি বলেন, দুর্ঘটনার পর গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে।
Published : 25 Oct 2024, 12:38 PM
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাস সড়কের পাশের জমিতে পড়ে উল্টে গেলে এক যাত্রী নিহত হয়েছন। আহত হয়েছেন আরও ১০জন।
শুক্রবার ভোর ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মীর মহিব্বুল ।
নিহত ব্যক্তির পরিচয় এখন নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উপেন্দ্রনাথ জানান- ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নওশিন এন্টারপ্রাইজের নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিমলপুর এলাকার মির্জা অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে ফসলি জমিতে পড়ে উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি মীর মহিব্বুল বলেন, দুর্ঘটনার পর গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় পেলে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।
এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।