তারেক রহমানের কারামুক্তি দিবসে জামালপুরে বিএনপি নেতারা একথা বলেন।
Published : 04 Sep 2024, 01:07 AM
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে পরিকল্পিতভাবে সাজা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে জামালপুরে এক আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। জেলা বিএনপির আয়োজনে স্টেশন বাজার দলীয় কার্যালয়ের সামনে এই সভা হয়।
সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। তৎকালীন ফখরুদ্দিন সরকার তার ওপর অমানুষিক নির্যাতন করে। পরে তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়। আজ পর্যন্ত তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার সাজানো বিচারক দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করতে। কিন্তু বাংলার প্রতিটি মানুষ আজ সেই দিনটির অপেক্ষা করছে, যেদিন তারেক রহমান এদেশে ফিরে আসবেন।”
জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহীদুল হক খান দুলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান।