লংমার্চ শেষে পাইলিং মোড়ে আমবাগানে একটি লাল গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়।
Published : 09 Feb 2025, 08:54 PM
সীমান্ত হত্যা বন্ধ এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘লংমার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে’ ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে ‘লংমার্চ ও সামাজিক জেয়াফত’ কর্মসূচি পালিত হয়। লংমার্চটি পাইলিং মোড়ের কাছে একটি আমবাগানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আয়োজকদের মুখপাত্র আবু মুস্তাফিজ বলেন, ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে। এতে ঢাকা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ অংশ নেন।
তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট দলের হয়ে এ আয়োজন করিনি। আমরা সব দল-মতের মানুষ এই ব্যানারে একত্র হয়েছি। আমরা আজকে এ আয়োজনে লাল গরু জবাই করার মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই, সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধ করতে হবে। নয়তো আমরা আগামী দিনে সীমান্ত পার হয়ে ভারতকে কঠিন জবাব দেব। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের মানুষ সেটি দেখিয়ে দিয়েছে।”
সমাবেশে আরও বক্তব্য দেন আমজনতা দলের মাসুদ জাকারিয়া, তারেক রহমান, হেফাজত ইসলামের রাজশাহী জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হাসান মোহাম্মদ ইসাহাক, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান।
লংমার্চ শেষে পাইলিং মোড়ে আমবাগানে একটি লাল গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়।
ঢাকা থেকে ছয়টি বাসে করে লোকজন চাঁপাইনবাবগঞ্জ গিয়ে এই লংমার্চ কর্মসূচিতে অংশ নেন।