ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Published : 02 Apr 2025, 03:32 PM
গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন।
বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা-মদিনা নামে একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বুধবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের প্রয়াত ঈমান আলীর ছেলে।
তিনি শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করতেন এবং প্রাইভেট কার চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় রেজাউল করিম তিনি আরো বলেন, “গত রাতে ডিউটি শেষে হেঁটে বাসায় ফেরার পথে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা-মদিনা কারখানার সামনে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রেজাউল।”
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বলেন, “রেজাউল করিম আমার প্রাইভেট কারের চালক ছিলেন। গত রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।”
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অটোরিকশা চালক ঘটনার পর পালিয়ে গেছেন।”