“ন্যায়ের শাসন ছাড়া একটি দেশ অগ্রসর হতে পারে না।”
Published : 06 Jul 2023, 07:05 PM
একটি দেশের উন্নয়নের জন্য ন্যায়ের শাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন।
তিনি বলেন, “ন্যায়ের শাসন ছাড়া একটি দেশ অগ্রসর হতে পারে না। দেশের উন্নয়নে ন্যায়ের শাসন নিশ্চিত করতে জুডিসিয়াল সার্ভিসকে সহযোগিতা করতে হবে।”
বৃহস্পতিবার সকালে ফেনীর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ’ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিচার প্রার্থীদের সুবিধার্থে দেশের সব জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ফেনী জেলা ও দায়রা জজ এ.এস.এম. রুহুল ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলার মুখ্য বিচারিক হাকিম আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল হক, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ বেলাল উদ্দিন ও খায়রুন নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন, ফেনী আদালতের পিপি হাফেজ আহম্মদ, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল করিমসহ অন্যরা।
জেলা লিগ্যাল এইড অফিসার জ্যেষ্ঠ সহকারী জজ সুস্মিতা আহমেদ ও বিচারিক হাকিম সিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন বিচারপতি বোরহানউদ্দিন।