চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইঞ্জিনবাহী একটি ট্রেনে তিনি কাটা পড়েন।
Published : 14 Jan 2024, 01:28 PM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা-কক্সবাজার রুটের উপজেলার বরইতলী ইউনিয়নের গৌবিন্দপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে চকরিয়া থানার এসআই আব্দুল্লাহ আল ফারুক জানান।
নিহত মো. শাহ আলম (৬৫) ওই উপজেলার হারবাং ইউনিয়নের গৌবিন্দপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুল্লাহ বলেন, ফজরের নামাজ শেষে রেললাইন ধরে হাঁটছিলেন শাহ আলম। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইঞ্জিনবাহী একটি ট্রেনে কাটা পড়েন তিনি।
“এতে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত এবং বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। “
এসআই বলেন, খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।