কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার বেলা তিনটা থেকে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা।
Published : 23 Aug 2023, 04:27 PM
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
ভাঙচুর, হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে ডাকা এ কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার বেলা তিনটা থেকে কাজে যোগ দিয়েছেন চিকিৎসকরা।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সীমান্ত মজুমদার।
তিনি বলেন, “কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা শিফট মোতাবেক যথারীতি দায়িত্ব পালন করবো।”
হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, "ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি।
“এ ছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু অবকাঠামো ও সিস্টেম পরিবর্তনসহ বেশকিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো।"
সোমবার বিকালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হুমকি দেন।
এর প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছিল।
কর্মবিরতির ডাক দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফায় বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে আসেননি হাসপাতালটিতে কর্মরত ২৩০ জন শিক্ষানবিশ চিকিৎসক।
এদিকে হাসপাতালে ভাঙচুর, হামলা ও হেনস্তার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
সেই মামলায় চারজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী।
আরও পড়ুন
সিলেট মেডিকেলে রোগীর মৃত্যুর পর ভাঙচুরের অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
নিরাপত্তার দাবিতে সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি