দামকুড়া থানার ওসি বলেন, বিষয়টি তিনি শুনেছেন, বিস্তারিত জানার চেষ্টা করছেন।
Published : 19 Aug 2024, 09:17 PM
শেখ হাসিনার পতনের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়া রাজশাহীর পবার এক আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার বাগডারা গ্রামে অবস্থানকালে তিনি মারা যান বলে তার স্বজনরা জানান।
নিহত সাইদুল ইসলাম বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন বলে ওই ইউপির চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মঞ্জিল জানান।
ইউপি চেয়ারম্যান বজলে রেজবি বলেন, “তার পরিবার থেকে শুনলাম, তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে।”
দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “বিষয়টি আমিও শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।”
স্থানীয়রা জানান, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইদিন বিকালেই বাড়ি ছাড়েন সাইদুল ইসলাম। আশ্রয় নেন সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায়। পরে সেখান থেকে সীমানা পার হয়ে ভারতে চলে যান। নারী ছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পলাতক। পরে দুষ্কৃতকারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।