এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ বন্ধ করা হয়েছে।”
Published : 08 Sep 2024, 09:58 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালুর দাবি জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
দুইটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ ও ঢাকা রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গত এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সাতদিনের মধ্যে ট্রেনটি চালু না হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বাচ্চু।
রোববার সকালে সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।
এ বিএনপি নেতা বলেন, “এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
“সিরাজগঞ্জবাসীর নাগরিক সেবাসহ একাধিক এসি বগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী সাতদিনের মধ্যে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরাঞ্চল ও ঢাকার মধ্যে চলাচলকারী সব ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, আব্দুস সামাদ আজাদ খোকন, কল্যাণ সাহা, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদার ও শিক্ষিকা জেয়াসমিন পারভীন বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ২ রেল স্টেশন চালু নিয়ে অনিশ্চয়তা
গত ৪ অগাস্ট আন্দোলনকারীরা শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশন দুটি ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এরপর থেকে স্টেশন দুটির কার্যক্রম এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
বিএনপির দুই নেতাকে শোকজ:
গোপন বৈঠক করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত এবং জমি দখলের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
রোববার বিকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চুকে শোকজ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, “মতিউর রহমান মতি মামলায় নাম না দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর হাবিবুর রহমান বাচ্চু অবৈধভাবে অন্যের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।”
দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, “জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।”