সিটি করপোরেশন জানায়, আইনগত ও মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে ভবনটি সরকারিভাবে ভাঙা যায়নি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে যমুনা তেল ডিপোর পেছনের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান আলী জানান।
মরদেহটি অনুর্ধ্ব ৩০ বছর বয়সী যুবকের বলে ধারণা করছে পুলিশ।
পরনে কালো রঙের ট্রাউজার ও গেঞ্জি থাকা মরদেহেটির মাথা ও চোখে একাধিক আঘাতের চিহ্ন আছে জানিয়ে এসআই শাহজাহান আলী বলেন, “দুপুরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ যেতে যেতে সেটি দৃশ্যের বাইরে চলে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাওয়া যায়।”
মরদেহটি উদ্ধারের পর বিকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে নৌ-পুলিশের এ কর্মকর্তা জানান।