ধর্ষণ মামলায় টাঙ্গাইলের বড় মনিরের জামিন আবেদন ফের নাকচ

এর আগে বড় মনির নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান পিপি।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 12:26 PM
Updated : 21 May 2023, 12:26 PM

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন আবেদন আবার নাকচ করেছে আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ এই আদেশ দেন বলে জানান টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান।

এর ফলে বিচারিক হাকিম আদালতের আদেশের পর কারাগারে যাওয়া এই আওয়ামী লীগ নেতা আপাতত মুক্ত হচ্ছেন না।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের এই নেতা জেলা বাস-মিনিবাস মালিক সমিতিরও মহাসচিব। এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই তিনি।

পিপি আকবর খান জানান, ধর্ষণের অভিযোগে ৫ এপ্রিল রাতে বড় মনিরের বিরুদ্ধে মামলা করেন এক কিশোরী। ধর্ষণে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় বড় মনিরের স্ত্রী নিগারকেও আসামি করা হয়েছে।

এই আইনজীবী বলেন, এ ঘটনার পর বড় মনির ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরবর্তীতে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।”

“সেই আদেশ অনুসারে ১৫ মে বড় মনির টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. মাহমুদুল মহসীন জামিন বাতিল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

তিনি আরও বলেন, বিচারিক হাকিম আদালতে জামিন না পেয়ে রোববার জেলা ও দায়রা জজ আদালতে আবার জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আরও পড়ুন

Also Read: ধর্ষণ মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনি কারাগারে

Also Read: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা কিশোরীর