ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর বাড়ির পাশের তার বাগানের সুপারি গাছ কাটছিলেন।
Published : 05 Nov 2023, 04:19 PM
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমনপুরা খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোসাইরহাট থানার এসআই মনিরুজজ্জান ।
নিহত জাহাঙ্গীর আলম বন্দুকসি (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর জেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
এসআই বলেন, কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন জাহাঙ্গীর। রোববার সকালে তিনি বাড়ির পাশের তার বাগানের সুপারি গাছ কাটছিলেন।
তিনি আরও বলেন, এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]