চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুম শুরু

এ বছর চুয়াডাঙ্গা জেলায় দুই হাজার ৪৬৫ হেক্টর জমিতে ৩৪ হাজার ৫১০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 11:52 AM
Updated : 14 May 2023, 11:52 AM

আনুমানিক ১৬০ কোটি টাকা বিক্রির প্রত্যাশা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ মৌসুম শুরু হয়েছে।

রোববার সকালে জেলার বুজরুকগড়গড়ি গ্রামের একটি বাগানের আম পেড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা।

তিনি বলেন, “নির্ধারিত তারিখের আগে গাছ থেকে আম নামানো যাবে না। কোনোক্রমেই অপরিপক্ক আম বাজারে বিক্রি করা যাবে না।”

অপরিপক্ক আম বাজারজাত করার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এ কর্মকর্তা।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় দুই হাজার ৪৬৫ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগান থেকে ৩৪ হাজার ৫১০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ১৬০ কোটি টাকা।

আম সংগ্রহ মৌসুম শুরুর দিন থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি ও বারি-৩, ২১ জুন থেকে ফজলি এবং ১ জুলাই থেকে আশ্বিন ও বারি-৪ সংগ্রহ করা হবে।